ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক জিয়া দেশে ফিরছেন ২৮ জুলাই! কচ্ছপিয়ায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ইয়াবা বিক্রি: ইয়াবা’সহ ধৃত ভুট্টো সালাহউদ্দিন আহমদের জন্মদিনে কক্সবাজার জেলা ছাত্রদলের নানা আয়োজন কক্সবাজার সরকারি কলেজ একাউন্টিং ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানকে ফুলেল শুভেচ্ছা আগামী ২০ জুলাই থেকে শহীদ দৌলত ময়দানে হবে বৃক্ষ মেলা সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা অনুদান গর্জনিয়ার বড়বিল থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার : পৃথক ঘটনায় দুজন আটক উখিয়ার গফুর চেয়ারম্যানের দুই দিনের ‘রিমান্ড’ মঞ্জুর র‍্যাব পরিচয়ে রোহিঙ্গা অপহরণ! দশজন ‘মূর্তি’ নিয়ে মেসি একা কী করবেন রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের অধিকতর কার্যকর ভূমিকা চেয়েছে বিএনপি সংস্কার প্রশ্নে দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে পরোয়ানা বাংলাদেশে ব্যক্তিপর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কী?

দেশজুড়ে বাড়ছে উখিয়ার সুপারির কদর : প্রতিবাজারে বিক্রি হয় অর্ধকোটি টাকা

সারাদেশে বাড়ছে কক্সবাজারের উখিয়ার সুপারির কদর

সারাদেশে বাড়ছে কক্সবাজারের উখিয়ার সুপারির কদর। আর এবারে উখিয়ায় সুপারির বাম্পার ফলন হয়েছে। তাই সুপারির বাগান মালিকদের মুখেও হাসি ফুটেছে।

জানা যায়, চলতি মৌসুমে প্রতি বাজারে বিক্রি হয় অর্ধকোটি টাকার সুপারি। জেলার চাহিদা মিটিয়ে এই উপজেলার সুপারি যাচ্ছে সারাদেশে। এই বছর উখিয়ায় প্রায় ১২০০ হেক্টর জমিতে সুপারি চাষ হয়। তারমধ্যে উৎপাদন হয়েছে প্রায় ৩৫০০ মেট্রিক টন।

বুধবার (২০ নভেম্বর) সোনারপাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় বাগানে উৎপাদিত সুপারি বাজারে ক্রয় বিক্রয় কার্যক্রম চলছে। এবারে সুপারির দামও রয়েছে বেশ ভালো। যার ফলে স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে ব্যবসায়ীরা।

এদিকে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার উখিয়া বাজার, রবি ও বুধবার মরিচ্যা বাজার, এবং সোম ও বৃহস্পতিবার রুমখা বাজারে সুপারির হাট বসে।

জালিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ছৈয়দ আলমের ব্যক্তি মালিকানাধীন প্রায় ২ একর সুপারি গাছের বাগানজুড়ে ঝলমল করতে দেখা যায় লাল টুকটুকে সুপারি। তিনি বলেন, “আমি প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তে এই বাগান থেকে লাখ লাখ টাকার সুপারি বিক্রি করে থাকি। এবছর আমার বাগানে ভাল ফলন হয়েছে। বাজারে সুপারি বিক্রি করতে আসা হলদিয়া পালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নলবনিয়া এলাকার শাহাব উদ্দিন বলেন, সুপারি ফলনে যেকোন সমস্যা হলে আমরা উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে থাকি, যার ফলে এ বছর আমার সুপারি বাগানে ভাল ফলন হয়েছে। সোনার পাড়া বাজারের প্রবীণ সুপারির ব্যবসায়ী কালু সওদাগর বলেন, সোনারপাড়া বাজারের সুপারি রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করে থাকি। সোনারপাড়া বাজারের সুপারি সারাদেশে বিখ্যাত।

দেশজুড়ে ব্যাপক সুনাম রয়েছে এ বাজারের সুপারির। সোনারপাড়া বাজারের সুপারি অন্যান্য বাজারের তুলনায় সাইজে বড়, মানেও ভালো, দামেও কম বলে জানান তিনি। সোনারপাড়া বাজারের ইজারাদার জাহাঙ্গীর আলম সওদাগর বলেন, সোনারপাড়ায় প্রতিবাজারে প্রায় ১০ হাজার কন সুপারি (১ কন=২৫৬০ পিছ)। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এসব সুপারি বাগান থেকে বাজারে আসে। সোনার পাড়া বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুপারি ব্যবসায়ীরা আসেন। ব্যবসায়ীদের সুবিধার্থে আমরা তাদেরকে সুপারি ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা করে থাকি এবং তারা যেনো নির্বিঘ্নে সুপারি ক্রয় করতে পারে তার জন্য নিরাপত্তাও দিয়ে থাকি এবং ব্যবসায়ীদের ইজারাদারের পক্ষ থেকে দেখাশোনা করা হয়।

এ বিষয়ে উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, গতবছরের চেয়ে এবার সুপারির ফলন বেশি হয়েছে। যার কারণে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।

বাগান করে উৎপাদন করা হচ্ছে শত শত কোটি টাকার সুপারি। অর্থকরী এ ফসলকে ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা দেখা দিয়েছে উখিয়া উপজেলায়। উৎপাদিত সুপারির বাজার দর ভালো থাকায় সুপারি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে মানুষের। উপজেলার সোনারপাড়া বাজার, কোটবাজার, রুমখাঁ মনি মার্কেট, মরিচ্যা বাজার, উখিয়া সদর, কুতুপালংসহ বিভিন্ন স্থানে সুপারীর হাট বসে। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এখানকার উৎপাদিত সুপারি।

তারেক জিয়া দেশে ফিরছেন ২৮ জুলাই!

This will close in 6 seconds

দেশজুড়ে বাড়ছে উখিয়ার সুপারির কদর : প্রতিবাজারে বিক্রি হয় অর্ধকোটি টাকা

আপডেট সময় : ১২:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সারাদেশে বাড়ছে কক্সবাজারের উখিয়ার সুপারির কদর। আর এবারে উখিয়ায় সুপারির বাম্পার ফলন হয়েছে। তাই সুপারির বাগান মালিকদের মুখেও হাসি ফুটেছে।

জানা যায়, চলতি মৌসুমে প্রতি বাজারে বিক্রি হয় অর্ধকোটি টাকার সুপারি। জেলার চাহিদা মিটিয়ে এই উপজেলার সুপারি যাচ্ছে সারাদেশে। এই বছর উখিয়ায় প্রায় ১২০০ হেক্টর জমিতে সুপারি চাষ হয়। তারমধ্যে উৎপাদন হয়েছে প্রায় ৩৫০০ মেট্রিক টন।

বুধবার (২০ নভেম্বর) সোনারপাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় বাগানে উৎপাদিত সুপারি বাজারে ক্রয় বিক্রয় কার্যক্রম চলছে। এবারে সুপারির দামও রয়েছে বেশ ভালো। যার ফলে স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে ব্যবসায়ীরা।

এদিকে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার উখিয়া বাজার, রবি ও বুধবার মরিচ্যা বাজার, এবং সোম ও বৃহস্পতিবার রুমখা বাজারে সুপারির হাট বসে।

জালিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ছৈয়দ আলমের ব্যক্তি মালিকানাধীন প্রায় ২ একর সুপারি গাছের বাগানজুড়ে ঝলমল করতে দেখা যায় লাল টুকটুকে সুপারি। তিনি বলেন, “আমি প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তে এই বাগান থেকে লাখ লাখ টাকার সুপারি বিক্রি করে থাকি। এবছর আমার বাগানে ভাল ফলন হয়েছে। বাজারে সুপারি বিক্রি করতে আসা হলদিয়া পালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নলবনিয়া এলাকার শাহাব উদ্দিন বলেন, সুপারি ফলনে যেকোন সমস্যা হলে আমরা উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে থাকি, যার ফলে এ বছর আমার সুপারি বাগানে ভাল ফলন হয়েছে। সোনার পাড়া বাজারের প্রবীণ সুপারির ব্যবসায়ী কালু সওদাগর বলেন, সোনারপাড়া বাজারের সুপারি রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করে থাকি। সোনারপাড়া বাজারের সুপারি সারাদেশে বিখ্যাত।

দেশজুড়ে ব্যাপক সুনাম রয়েছে এ বাজারের সুপারির। সোনারপাড়া বাজারের সুপারি অন্যান্য বাজারের তুলনায় সাইজে বড়, মানেও ভালো, দামেও কম বলে জানান তিনি। সোনারপাড়া বাজারের ইজারাদার জাহাঙ্গীর আলম সওদাগর বলেন, সোনারপাড়ায় প্রতিবাজারে প্রায় ১০ হাজার কন সুপারি (১ কন=২৫৬০ পিছ)। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এসব সুপারি বাগান থেকে বাজারে আসে। সোনার পাড়া বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুপারি ব্যবসায়ীরা আসেন। ব্যবসায়ীদের সুবিধার্থে আমরা তাদেরকে সুপারি ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা করে থাকি এবং তারা যেনো নির্বিঘ্নে সুপারি ক্রয় করতে পারে তার জন্য নিরাপত্তাও দিয়ে থাকি এবং ব্যবসায়ীদের ইজারাদারের পক্ষ থেকে দেখাশোনা করা হয়।

এ বিষয়ে উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, গতবছরের চেয়ে এবার সুপারির ফলন বেশি হয়েছে। যার কারণে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।

বাগান করে উৎপাদন করা হচ্ছে শত শত কোটি টাকার সুপারি। অর্থকরী এ ফসলকে ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা দেখা দিয়েছে উখিয়া উপজেলায়। উৎপাদিত সুপারির বাজার দর ভালো থাকায় সুপারি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে মানুষের। উপজেলার সোনারপাড়া বাজার, কোটবাজার, রুমখাঁ মনি মার্কেট, মরিচ্যা বাজার, উখিয়া সদর, কুতুপালংসহ বিভিন্ন স্থানে সুপারীর হাট বসে। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এখানকার উৎপাদিত সুপারি।