বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে চলছে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ডে সদস্য পদ নবায়ন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জননেতা লুৎফুর রহমান কাজল।
জননেতা কাজলের এ নবায়ন কার্যক্রম নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সঞ্চার করেছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে।
দলের কর্মসূচিকে আরও বেগবান করতে এবং জনগণের সঙ্গে সংগঠনের বন্ধনকে সুদৃঢ় করতে এ উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।