চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুতে সিএনজি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার তেচ্ছিপুল এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
নিহত শিশুর নাম মোঃ কাজল (১২) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তেচ্ছিপুল বাজার এলাকায় একটি সিএনজির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
রামু হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। তবে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
আনিস নাঈম : 





















