কক্সবাজারে “নেতৃত্ব, যোগাযোগ, সামাজিক আন্দোলন এবং সাংগঠনিক আচরণ” এর উপরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) কক্সবাজারের তরুণ নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অভিযাত্রিক এর আয়োজনে শহরের কালুরদোকান এলাকায় নিজস্ব কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। যেখানে সংগঠনটির ২৫ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
কর্মশালায় যোগাযোগ দক্ষতা বিষয়ে সেশন নেন ইয়াসিদের প্রতিষ্ঠাতা কায়সার হামিদ, সাংগঠনিক আচরণ বিষয়ক সেশন নেন উন্নয়ন কর্মী ইকবাল মালেক, নেতৃত্বের দক্ষতা বিষয়ে সেশন নেন ইয়থ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা কফিল উদ্দিন এবং ইয়থ নেটের কমিউনিকেশন এ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর জিমরান মোহাম্মদ সায়েক।
কর্মশালার বিষয়ে তারুণ্যের অভিযাত্রিক এর প্রতিষ্ঠাতা হিমেল বড়ুয়া হিমু বলেন, সংগঠনের স্বেচ্ছাসেবীদের নানা বিষয়ে আরো বেশি দক্ষ করে তুলতে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ২০১৮ সাল থেকে তারুণ্যের অভিযাত্রিক মানুষের জন্য কাজ করে আসছে। সামনে আমাদের স্বেচ্ছাসেবীরা আরও বেশি দক্ষতার সাথে কাজ করতে পারবে বলে প্রত্যাশা।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রশিদ মানিক, স্কুল শিক্ষক সুপন বড়ুয়া এবং শিক্ষানবিশ আইনজীবী ইমু বড়ুয়া।