কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার সীমান্তে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মোহাম্মদ ফিরোজ (৩০) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং দুই নম্বর ওয়ার্ডের আমতলী নামক গ্রামের আলী আহমেদের ছেলে।
হোয়াইক্যং ২নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে মোহাম্মদ ফিরোজ জাল নিয়ে নাফনদীর হোয়াইক্যং তোতার দ্বীপ ফাড়িতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে কাদা মাটিতে জাল নিয়ে হাঁটার সময় মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালে প্রেরণ করেন।
বিজিবির হোয়াইক্যং কোম্পানি কমান্ডার মাইন বিস্ফোরণের বিষয়টি শুনেছেন বলে জানান।