ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে পাচারকালে ১৫’শ বস্তা সিমেন্টসহ আটক ১১: দুটি বোট জব্দ চবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রামুর শাহজালাল শাহীন নাইক্ষ্যংছড়ি সীমান্তে এবার ১৩ ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপা উদ্ধার কক্সবাজারে দুইদিন ব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন কুতুবদিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত নানান আয়োজনে রামুতে সমবায় দিবস পালিত পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু পেকুয়ায় ক্যারিয়ার অলিম্পিয়াড ও ক্যারিয়ার গাইডলাইন কর্মশালা জুলাই ফাউন্ডেশন পরিচালনায় টাকা নেই, অনিশ্চয়তায় কর্মীদের বেতন কক্সবাজারে ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম অঞ্চলের বর্ধিত সভা:মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা টেকনাফের মাহত আমিন র‍্যাবের জালে ১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন সম্পন্ন এক নামে ১০টির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

চবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রামুর শাহজালাল শাহীন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৯ অক্টোবর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবঘোষিত কমিটিতে কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের সন্তান শাহজালাল শাহীনকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। শাহজালাল বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী।

তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে মাধ্যমিক এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাংলাদেশপন্থী রাজনীতির সম্পর্কে সচেতন ও শিক্ষার্থী অধিকার নিয়ে কাজের সঙ্গে সম্পৃক্ত শাহজালাল তার নিষ্ঠা, সংগঠনের প্রতি আনুগত্য, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার জন্য সহকর্মী ও নেতাদের আস্থা অর্জন করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবঘোষিত কমিটির সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জানান, ছাত্রদলের আদর্শে বিশ্বাসী, নিবেদিত ও কর্মঠ হিসেবে শাহজালালের অবদানকে মূল্যায়ন করেই তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা শাহজালাল শাহীনকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

শাহজালাল বলেন, “ছাত্রদলের পতাকাতলে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখতে চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে পাচারকালে ১৫’শ বস্তা সিমেন্টসহ আটক ১১: দুটি বোট জব্দ

This will close in 6 seconds

চবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রামুর শাহজালাল শাহীন

আপডেট সময় : ১২:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৯ অক্টোবর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবঘোষিত কমিটিতে কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের সন্তান শাহজালাল শাহীনকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। শাহজালাল বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী।

তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে মাধ্যমিক এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাংলাদেশপন্থী রাজনীতির সম্পর্কে সচেতন ও শিক্ষার্থী অধিকার নিয়ে কাজের সঙ্গে সম্পৃক্ত শাহজালাল তার নিষ্ঠা, সংগঠনের প্রতি আনুগত্য, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার জন্য সহকর্মী ও নেতাদের আস্থা অর্জন করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবঘোষিত কমিটির সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জানান, ছাত্রদলের আদর্শে বিশ্বাসী, নিবেদিত ও কর্মঠ হিসেবে শাহজালালের অবদানকে মূল্যায়ন করেই তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা শাহজালাল শাহীনকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

শাহজালাল বলেন, “ছাত্রদলের পতাকাতলে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখতে চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।”