কক্সবাজার সফরে এসে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে চকরিয়ার বিতর্কিত ওসি মনজুরুল কাদের ভূঁইয়া’র বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে তাৎক্ষণিক ‘উইথড্র’ করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১ মার্চ) এঘটনার রাত না পোহাতেই কাদের কে বদলী করা হয়েছে কক্সবাজারের আরেকটি গুরুত্বপূর্ণ থানা হিসেবে আলোচিত উখিয়ায়।
সাময়িক দায়িত্বে নিয়োজিত (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী করা হয়। এ সংক্রান্ত আদেশের চিঠিটি আমাদের কাছে সংরক্ষিত আছে।
একই আদেশে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় বদলী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, “উনাকে চকরিয়া থেকে উইথড্র করে উখিয়া থানায় দেয়া হয়েছে”।
এদিকে এমন আদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরোয়ার আলম শাহীন ফেসবুকে লিখেছেন ‘চকরিয়ার গজব উখিয়ায়,স্বরাষ্ট্র উপদেষ্টা কাজটা কি ভালো করলেন?’।
সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু লিখেছেন, ‘চকরিয়ার ওসি উখিয়ায়,উখিয়ার ওসি চকরিয়ায়! স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত দোসররা মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা কে বিতর্কিত করতে এই হট কারী সিদ্ধান্ত নিলেন?’।
এর আগে শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এসময় এক সাংবাদিক তার নজরে আনেন কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে নানান অভিযোগ।
উপদেষ্টা সংবাদ সম্মেলন চলাকালেই তাৎক্ষণিক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন দেন। নির্দেশ দিয়ে ফোনে বলতে শোনা যায়-“ওসি, চকরিয়া থানা, জানো এর ব্যাপারে? তাকে উইথড্র করো। আজকেই উইথড্র করো”।
গেলো ২৮ জানুয়ারি চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে এক সাংবাদিক মামলা দায়ের করেন। অভিযোগ তোলেন তাকে সংবাদ প্রকাশের জেরে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা ও মিথ্যা মামলা দেয়া হয়। এছাড়াও আরো বিভিন্ন অভিযোগে ৩টি মামলা হয় ওসির বিরুদ্ধে।
ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া ২০সেপ্টেম্বর চকরিয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি বান্দরবান জেলায় ছিলেন।
 
																			 
										 বিশেষ প্রতিবেদক
																বিশেষ প্রতিবেদক								 





















