চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাটে যাত্রীবাহী সৌদিয়া বাস ও পণ্যবাহী চান্দের গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধা সাড়ে ৬টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাসিনা পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান জানান, এতে চান্দের গাড়ির চালক ফরিদুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছে-আহত আব্দুল হাকিম ও শেকাব উদ্দীন নামে দুই যাত্রী।
ইনচার্জ মেহেদী হাসান বলেন, নিহত গাড়ি চালক ফরিদ পৌরসভার ১নং ওয়ার্ড কাজির পাড়ার মৃত আব্দুল গনির ছেলে।
ঘটনাস্থল থেকে গাড়িদুটি থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত বিষয় প্রক্রিয়ায় আছে বলে জানান মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান।