কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরি নদীতে গোসলে নেমে দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার মাতামুহুরি নদীতে এ ঘটনা ঘটে। একই সাথে আরো দুইজন নিখোঁজ হলেও পরে তারা জীবিত উদ্ধার হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার জানান, “ দুপুরের দিকে তিন বান্ধবী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে পিংকি আক্তার নিখোঁজ ছিলো বিকেলে পর্যন্ত।
তারা তিনজনই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। জীবিত উদ্ধার হওয়া দুজন হলেন আসমাউল হাসনা ও তাসফিয়া বেগম। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তৌহিদ।
ওসি বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা নদীতে তল্লাশি অভিযান চালিয়ে দীর্ঘক্ষণ পর নিখোঁজ পিংকি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।