রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলমের সভাপতিত্বে পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন- গর্জনিয়া একটি ঐতিহাসিক জনপদ। যার ইতিহাস অনেক সমৃদ্ধশালী। মিয়ানমার থেকে চোরাচালান আরম্ভ হওয়ার পর থেকে গর্জনিয়া-কচ্ছপিয়ার আইনশৃঙ্খলার অবনতি শুরু হয়। অস্ত্রধারী সন্ত্রাসী গ্যাং এর মাধ্যমে ঘটেছে হত্যার মত ঘটনাও৷ চুরি, ডাকাতি ও শিক্ষার্থীদের পড়ালেখায় প্রচণ্ড ব্যাঘাত সৃস্টি হয়েছে। এসব থেকে উত্তোরণ পেতে স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে। অপরাধীদের কোন দল বা ধর্ম নেই। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। সামাজিক বনায়ন রক্ষায় বনদস্যুদের রুখে দিতে হবে।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মহিউদ্দিন ও সচিব মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন- গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মোঃ মুহিবুল্লাহ, গর্জনিয়া সমিতির সভাপতি মাস্টার মোহম্মদ ইসহাক, টিটিএনের বিশেষ প্রতিবেদক সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, গিলাতলী বনবিট কর্মকর্তা রাকিকুল হাসান, গর্জনিয়া আল নজির ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা মাহমুদুল হাসান, বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আজিজ মওলা, গর্জনিয়া মহিলা দলের সভাপতি রৌশন আক্তার, ক্যাজরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল হক চৌধুরী, ইউপি সদস্য আব্দুল জব্বার, মোহাম্মদ জুবাইর, নারী ইউপি সদস্য কমরুন্নাহার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফুল ইসলাম পান্নু, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওবাইদুল হক লিটন প্রমূখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাইফুল আলম।
নিজস্ব প্রতিবেদক: 























