‘সুস্থ দেহ সুন্দর মন, ক্লান্তি অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন’ স্লোগানে ছাত্রশিবির গর্জনিয়া ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার উদ্যোগে শুরু হয়েছে আন্ত: ফুটবল টুর্ণামেন্ট-২০২৫।
গর্জনিয়ার টাইমবাজার ‘এম আর স্টেডিয়ামে’ শুরু হওয়া ওই ফুটবল টুর্ণামেন্টে ইউনিয়নের ১৬টি ফুটবল দল অংশ নিয়েছে। প্রথম ম্যাচে ক্যাজরবিল ফুটবল দলকে ট্রাইব্রেকারে হারিয়ে জয় লাভ করেছে বড়বিল ফুটবল একাদশ৷
গত শুক্রবার বিকেলে বর্ণিল আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধন করেন গর্জনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুস সাত্তার। এসময় জামায়াত নেতা ফোরকান আহমদ, মাওলানা নবিউল হক, ক্রীড়াপ্রেমি লুৎফুর রহমান আজিম, আকতার হোছাইন, মোহাম্মদ আয়াছ, নিরুপম শর্মা মিতু, অমর শর্মা, নাছির উল্লাহ সিকদার, বেলাল সিকদার, সাবেক ছাত্রনেতা ছৈয়দ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলা পরিচালনা করেন- গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিল্টন দত্ত। সহকারি ছিলেন কামরুল আহসান সোহেল ও জাহাঙ্গীর আলম।
ছাত্রশিবিরের গর্জনিয়া ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার সভাপতি ছালামত উল্লাহ বলেন- ‘সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য ক্রীড়ার কোন বিকল্প নেই। কেন্দ্রীয় ছাত্রশিবিরের নির্দেশনা মোতাবেক এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। গ্রামে গ্রামে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে ছাত্রশিবির।’
হাফিজুল ইসলাম চৌধুরী : 























