গত ০৭ ই সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ার আবুল বাশার, মোস্তাক আহমদ এবং আব্দুল লাহাদ ব্যাখ্যা দিয়েছেন।
তাঁদের বিবৃতিতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়, প্রচারিত সংবাদে তাদের নিয়ে প্রকাশিত তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন।
৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই অভিযোগের বিষয়ে জানিয়েছেন।
তাঁরা জানান, সংবাদে উল্লেখিত তথ্যের সাথে আমাদের ছবি এবং নাম সংযুক্ত করলেও মূলত
অভিযুক্ত ব্যক্তিরা জানান, এলাকার একটি চক্রান্তকারী মহল সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে, মূলত আমরা পালংখালী বাজারে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেই পরিবার চালাচ্ছি, সংবাদে উল্লেখিত অভিযোগের সাথে কোনোভাবেই আমরা জড়িত নই।
নিজেদের অপকর্ম আড়াল করতে ঐ চক্র আমাদের বিরুদ্ধে নানা কুৎসা কাহিনী রচনা করে অপপ্রচার চালাচ্ছে।
সংবাদে উল্লেখিত ছৈয়দুল বশর ওরফে ছিছি বশরের সাথে আমাদের তিনজনের কোনো সম্পর্ক নেই,সে এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার সাথে আমাদের জড়ানো অপপ্রচার ব্যতিরেকে আর কিছুই নয়।
স্থানীয় জনগণ, সাংবাদিক সহ সংশ্লিষ্ট প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
এমতাবস্থায় প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসন এবং গণমাধ্যমের প্রতি অনুরোধ রইলো।
নিবেদক :
আব্দুল লাহাদ,
আবুল বশর,
মোস্তাক আহমদ
আঞ্জুমান পাড়া, পালংখালী, উখিয়া।