আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুতুবদিয়ায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ১২.১ মিনিটে কুতুবদিয়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কুতুবদিয়া থানা,স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, সাব-রেজিস্ট্রি অফিস, নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুতুবদিয়াসহ সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
এদিন, শহীদ মিনারের সামনে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় এবং শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে প্রাপ্তবয়স্ক, প্রশাসনিক কর্মকর্তারা একত্রিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এবং কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা ও নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে, এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মাতৃভাষা আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে আমাদের এই দিবস পালন করা জরুরি, যাতে আগামী প্রজন্ম তার মাতৃভাষাকে সম্মান করতে শেখে।’