কক্সবাজারের কুতুবদিয়ায় ডেভিল হান্ট অভিযানে অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম লালাকে আটক করেছে পুলিশ। তিনি কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে কুতুবদিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আলী আকবর ডেইল ফতেহ আলী সিকদার পাড়া কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে শেখ শহিদুল ইসলাম লালাকে আটক করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী তাকে আটক করা হয়েছে।