কক্সবাজারের কুতুবদিয়ায় ডেভিল হান্ট অভিযানে অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানকে আটক করেছে পুলিশ। তিনি উত্তর ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কুতুবদিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ধূরুং বাজার থেকে তাকে আটক করে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে মুজিবুর রহমানকে আটক করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার অভিযোগে তাকে আটক করা হয়েছে।