মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য কে আটক করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১ টি একনলা বন্দুক, ২ টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে মহেশখালী থানা পুলিশের একটি দল কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার ষাইট্টাঘোনা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করে বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃতরা হলেন, মোঃ তারেক (২২), মোঃ ফারুক (১৯) ও সালা উদ্দিন প্রঃ কামাল উদ্দিন (২৬)। তারা তিনজনই কালারমারছড়ার ছামিরাঘোনা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
তাদের বিরুদ্ধে অস্ত্রসহ সংশ্লীষ্ট আইনে মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক: 
























