কক্সবাজার জেলার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ” কক্সবাজার-রামু-ইদগাঁও ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়” এর সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে তামিম আহসান ও মোর্রশেদুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সদ্য সাবেক সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক ইদমোল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আগামী এক বছরের জন্য উপরোক্ত দুজনের নাম অনুমোদন করা হয়।
বিজ্ঞপ্তিটি সংগঠনের অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে মনোনীত দুজনকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ প্রদান করা হয়।
সদ্য মনোনীত সভাপতি তামিম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে। সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম একই বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগে সম্মান চতুর্থ বর্ষে পড়ছেন। তার বাড়ি সদর উপজেলার চাঁদের পাড়া এলাকায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার-রামু-ঈদগাঁও উপজেলার শিক্ষার্থীদের নিয়ে সমন্বিত ভাবে কাজ বলে জানান নবগঠিত নেতৃবৃন্দ।