বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর ১১তম গুম দিবস উপলক্ষে খতমে কুরআন তেলাওয়াত, কোরআন, শিক্ষা সামগ্রী, রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রদল।
সোমবার দুপুরে কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের উদ্যোগে শহরে কুতুবদিয়া পাড়া শাহ মজিদিয়া তাহ্ফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় খতমে কুরআন, হাফেজদের মাঝে কোরআন ও শিক্ষা সামগ্রী বিতরণ। বিকেলে শহীদ মিনার রোডে গুন গাছ তলায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এরপর সমিতির পাড়া ইসলামিয়া কাছেমুল উলুম হেফজখানা ও এতিমখানায় হাফেজদের সাথে নিয়ে ইফতার করে কক্সবাজার জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
ইফতার বিতরণকালে কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, ১০ মার্চ , ২০১৫ সালে
সমুদ্র জনপদের অহংকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব সালাহউদ্দিন আহমদ কে গুম করা হয়েছিল। সে উপলক্ষে প্রতি বছরে এই দিনে গুম দিবস পালন করি,এই গুম দিবসে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে এই আয়োজন।
এসময় কক্সবাজার জেলা ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।