তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ পেয়ার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন।
উদ্বোধনী ম্যাচে মহেশখালী ডিগ্রী কলেজ ৫-০ গোলে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
সকলের জন্য উন্মুক্ত এ টূর্ণামেন্টে
জেলার নয় উপজেলার ১২ টি কলেজ ফুটবল দল অংশ নিচ্ছে। ২৬ নভেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী ও রানার আপ দল পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিবে।
নিজস্ব প্রতিবেদক 





















