দেশজুড়ে আবারও বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। কক্সবাজারে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। বুধবার (৪জুন) কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের ল্যাবে মোট ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে কক্সবাজারের দুই জন ও আশ্রয় শিবিরের একজন রোহিঙ্গার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ শাহজাহান নাজির শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাহান নাজির বলেন, “সারাদেশের পাশাপাশি কক্সবাজারেও করোনা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। ফলে মানুষের সচেতন হওয়া প্রয়োজন। এখনও যদি মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানা হয় তাহলে আবারো এই করোনা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।”
তবে শনাক্তকৃতদের মধ্যে ভারতীয় নতুন ভ্যারাইটি আছে কিনা তা টেস্ট করা হয়নি বলেও জানান এই চিকিৎসক।