কক্সবাজারের রামুতে বাস-প্রাইভেট কার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতদেরর পরিচয় পাওয়া যায়নি।
রোববার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর স্বপ্নতরী পার্কের সামনে এঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান টিটিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে প্রাইভেট কারে কক্সবাজার আসার পথে মারসা বাসের সাথে সংঘর্ষ হয়। এঘটনায় স্পটে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়।
এঘটনায় পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।