সারাদেশের ন্যায় কক্সবাজারেও অনুষ্ঠিত হয়েছে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।
শনিবার সকালে জেলা স্বাস্থ্যবিভাগ ও পৌরসভার আয়োজনে শহরের বাহারছড়া গণস্বাস্থ্য হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক।
উদ্বোধনকালে সিভিল সার্জন বলেন, এবারের ভিটামিন এ ক্যাস্পেইনে কোন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়লে পরবর্তী চারদিন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে তাদেরকে এটি খাওয়ানো হবে। এ ছাড়া সংশ্লিস্ট ইপিআই সেন্টারগুলোতেও খাওয়ানো যাবে এই ক্যাপসুল।
অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এতে ইউনিসেফ প্রতিনিধি মো: শাহআলম, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট সাইফুল হক, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আব্দুর রহিম, প্রত্যাশী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পেইনে জেলার আটটি উপজেলার ১,৮১৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৬৫৯ জনকে নীল রং-এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৭ হাজার ৮০৬ জন শিশুকে লাল রং এর একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনা হবে বলে এ সময় জানানো হয়।