আমজনতা দল মনোনীত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল আবছার প্রকাশ ভাইরাল আবছার’কে হত্যার হুমকি দেওয়া হয়েছে মর্মে মিথ্যে দাবি ফেসবুকে ছড়িয়েছে।
টেকনাফ কেন্দ্রিক একটি ফেসবুক পেজ থেকে গতকাল বুধবার এসংক্রান্ত একটি ফটোকার্ড প্রকাশ পায়। যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে গত কয়েকদিন আগে বিএনপি প্রার্থী শাহাজাহান চৌধুরীকে দেওয়া হুমকিমূলক উড়ো চিঠি ও চিঠি পাঠানোর খামকে স্পষ্টত এডিট করা হয়েছে। ২৪ ঘন্টার স্থলে ১৪ ঘন্টা ও প্রেরকের স্থলে নাম পরিবর্তন করা হয়েছে এবং খামের উপর লিখিত অংশ অন্য ফন্ট ব্যবহারের মাধ্যমে আবছারের নাম বসানো হয়েছে।
এতেই প্রতিয়মান হয়, গণমাধ্যম সহ ফেসবুকে প্রচারিত খবর টি সঠিক নয়।
টিটিএন ফ্যাক্টচেক 

















