ঈদগাঁও বাজারের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে।এসময় সড়কে মালামাল রাখার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান কে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়ে। উচ্ছেদ করা হয় দখল করে রাখা সরকারি জমির উপর স্থাপনা।
বৃহস্পতিবার (২৩ই অক্টোবর) দুপুর ৩টা থেকে পরিচালিত অভিযানে ঈদগাঁও বাজার ডিসি সড়ক দখল করে রাখা ও সড়কের উপর মালামাল রাখার দায়ে একাধিক ক্রোকারিজের দোকান, ফলের দোকান, খাবার হোটেল সহ্ বিভিন্ন প্রতিষ্টানকে এ জরিমানা করা হয়। এছাড়াও সড়ক দখল করে রাখা একটি ক্রোকারিজের দোকানের একাংশ উচ্ছেদ করে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চলাচলের রাস্তা উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান।
অভিযান শেষে শারমিন সুলতানা জানান, ব্যবসায়ীরা যেন দোকানের মালামাল সড়কের উপর না রাখে এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে এবং প্রাথমিকভাবে জরিমানাও করা হয়েছে। ভবিষ্যতে আবারও একই অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইসতিয়াক হাদি : 

























