কক্সবাজারের ঈদগাঁওতে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক নারী নিহত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে পোকখালী–চৌফলদণ্ডী সড়কের পশ্চিম পোকখালী মালমুরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান।
নিহত রশিদা বেগম (৬০) একই এলাকার মৃত আমানউল্লাহর স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।
স্থানীয় ইউপি সদস্য আজম খাঁন জানান, সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে টমটমযোগে নিজ বাড়িতে ফিরছিলেন রশিদা বেগম। বাড়ির সামনে নেমে চালককে ভাড়া দেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আজম খাঁন বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।