কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়ের জেলা সৎসঙ্গ মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানান মন্দির সংশ্লিষ্টরা। বিকেপাল সড়ক লাগোয়া দেয়ালের পাশ দিয়ে জানালা কেটে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে এই চুরি করে দুষ্কৃতকারীরা।
জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজীব কর্মকার বলেন, চোরেরা অত্যন্ত পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রতি মাসের শেষ শনিবার সকালে মন্দিরের দানবাক্স খোলা হয় এই তথ্যটি জানতে পেরেই হয়তো তারা আজ ভোরে চুরির পরিকল্পনাটি করে।
রাজিব বলেন, এই ঘটনায় দুটি দানবাক্সের অন্তত ৩০ হাজার টাকা ও অনুদান সংগ্রহ সিন্দুকে থাকা অন্তত তিন লক্ষ টাকা চুরি হয়েছে। এই সিন্দুকে বিভিন্ন শাখা সৎসঙ্গের ইষ্টভৃতির অর্থ (ভক্তদের নিত্য অনুদান) ও নতুন মন্দিরের অনুদানের টাকা জমা রাখা হতো।
এছাড়া মন্দিরের সিসিটিভি ক্যামেরাসহ সকল মাদারবোর্ড ও স্টোরেজ ডিভাইসও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান রাজিব কর্মকার।
এই ঘটনায় ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।