বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলা ছাত্রদল’র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস সফল ও স্বার্থক করার লক্ষ্যে সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আবুবক্কর ছিদ্দিকর উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ ও স্কুল মাঠে বৃক্ষরোপণ করা হয়।
এই সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় আবু বক্কর ছিদ্দিক বলেন, মানুষ অক্সিজেন গ্রহণ করেই বেঁচে থাকে। আর সেই অক্সিজেনের যোগান দেয় গাছ। গাছ ছাড়া পৃথিবীতে জীবন বিপন্ন হয়ে যাবে জেনেও শহুরেকরণ ও উদ্যোগিকরণের নামে মানুষ অনবরত গাছপালা ধ্বংস করে যাচ্ছে। তাই তিনি সকলকে গাছ লাগানোর আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এহেছানুল করিম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।