ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইজিন বিকল হয়ে মাঝ সাগরে ভাসছিলো ৩ দিন:ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার নৌবাহিনীর সাংবাদিক আতিককে অপহরণ ও হামলার ঘটনায় ‘আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ বছর পর পেকুয়াসহ ৫ উপজেলায় “শহীদ জিয়া মেধা বৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলার ও থাই জালসহ ১৯ জেলে আটক ইউনুস হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে উত্তাল টেকনাফ : থানা ঘেরাও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানী নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ সাড়ে ৫ কিলোমিটারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলো ১০ সাঁতারু চকরিয়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার: ২ টি মাইক্রোবাস উদ্ধার বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি! তুলার গোডাউনে ভয়াবহ আ’গুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠিত ‎ নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়িতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক বিডি ক্লিন উখিয়ার পরিচ্ছন্নতা অভিযান: ২ টন বর্জ্য অপসারণ রামুতে ব্রি ধান ১০৩ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস প্রাথমিকে সঙ্গীত শিক্ষক পুনর্বহালের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ

রুনা লায়লাজি আমাকে বাংলা উচ্চারণ শিখিয়েছেন: রাহাত ফতেহ আলী

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • 253

বাংলাদেশে দ্বিতীয় দিনের মতো গাইলেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এদিন তিনি অন্য গানের সঙ্গে গেয়েছেন উপমহাদেশের সংগীতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে গাওয়া বাংলা গানটিও। রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের বাংলা গানটি শুনে স্টেডিয়ামের আগত দর্শক–শ্রোতারা চমকে যান।

ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মঞ্চে গতকাল সোমবার সন্ধ্যায় গেয়েছেন রাহাত ফতেহ আলী খান। রাত ৯টায় মঞ্চে উঠে চিরচেনারূপে পাকিস্তানি এই সংগীতশিল্পী বলেন, ‘ভালোবাসা বাংলাদেশ। প্রথমবার বিপিএলে গাইতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপিএলের সব দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা।’

কথা বেশি না বাড়িয়ে গান শুরু করেন রাহাত ফতেহ আলী খান। ‘আল্লাহ হু’ গান দিয়ে শুরু করে একে একে গাইলেন তাঁর পছন্দের অন্য সব গানও। গেয়েছেন নুসরাত ফতেহ আলী খানের ‘সানু এক পাল চেইন’ গানটি। এরপর গেয়েছেন ‘খুদা অর মহব্বত’। এ গানটি শেষ করে রাহাত ফতেহ আলী বলেন, ‘এবার আমি বাংলাদেশের গান গাইব। দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার সুরে কবির বকুলের লেখা ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি শোনাব। রাহাত ফতেহ আলীর কাছ থেকে রুনা লায়লার মতো কিংবদন্তি বাংলাদেশি শিল্পীর সুরের গান করার ঘোষণা শুনেই স্টেডিয়ামে আগত দর্শক–শ্রোতারা করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।

শীতের রাতে বিপিএলের উদ্বোধনী মঞ্চে টানা দুই ঘণ্টা গান গেয়ে শুনিয়েছেন রাহাত ফতেহ আলী খান। এদিকে রুনা লায়লা সম্পর্কে রাহাত ফতেহ আলী খান তাঁর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেছেন, ‘রুনা লায়লাজি হচ্ছেন অসাধারণ একজন কিংবদন্তি। বাংলাদেশ এবং পাকিস্তান—দুই দেশে তাঁর তুমুল জনপ্রিয়তা আছে। আমি তাঁকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আমাদের অগ্রজ। আমি রুনা লায়লাজির সুরে একটি বাংলা গান গেয়েছি, রাজা কাশিফের সংগীতায়োজনে। আর বাংলা যে উচ্চারণ তা রুনা লায়লাজি আমাকে শিখিয়েছেন। ঠিক করে দিয়েছেন। এসব আমার জীবনের সুন্দর অনুভূতি।’

এর আগে রুনা লায়লার সুরে বাংলা গানে কণ্ঠ দিতে পেরে রাহাত ফতেহ আলী খান বলেছিলেন, ‘রুনা লায়লাজির মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরে আমি গর্ববোধ করছি।’ ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামে এ গানটি ‘রুনা লায়লা ফিচারিং লেজেন্ডস ফরএভার’ অ্যালবামের জন্য তৈরি হয়। সিটি ব্যাংক ও প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইজিন বিকল হয়ে মাঝ সাগরে ভাসছিলো ৩ দিন:ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

This will close in 6 seconds

রুনা লায়লাজি আমাকে বাংলা উচ্চারণ শিখিয়েছেন: রাহাত ফতেহ আলী

আপডেট সময় : ০৭:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে দ্বিতীয় দিনের মতো গাইলেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এদিন তিনি অন্য গানের সঙ্গে গেয়েছেন উপমহাদেশের সংগীতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে গাওয়া বাংলা গানটিও। রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের বাংলা গানটি শুনে স্টেডিয়ামের আগত দর্শক–শ্রোতারা চমকে যান।

ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মঞ্চে গতকাল সোমবার সন্ধ্যায় গেয়েছেন রাহাত ফতেহ আলী খান। রাত ৯টায় মঞ্চে উঠে চিরচেনারূপে পাকিস্তানি এই সংগীতশিল্পী বলেন, ‘ভালোবাসা বাংলাদেশ। প্রথমবার বিপিএলে গাইতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপিএলের সব দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা।’

কথা বেশি না বাড়িয়ে গান শুরু করেন রাহাত ফতেহ আলী খান। ‘আল্লাহ হু’ গান দিয়ে শুরু করে একে একে গাইলেন তাঁর পছন্দের অন্য সব গানও। গেয়েছেন নুসরাত ফতেহ আলী খানের ‘সানু এক পাল চেইন’ গানটি। এরপর গেয়েছেন ‘খুদা অর মহব্বত’। এ গানটি শেষ করে রাহাত ফতেহ আলী বলেন, ‘এবার আমি বাংলাদেশের গান গাইব। দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার সুরে কবির বকুলের লেখা ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি শোনাব। রাহাত ফতেহ আলীর কাছ থেকে রুনা লায়লার মতো কিংবদন্তি বাংলাদেশি শিল্পীর সুরের গান করার ঘোষণা শুনেই স্টেডিয়ামে আগত দর্শক–শ্রোতারা করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।

শীতের রাতে বিপিএলের উদ্বোধনী মঞ্চে টানা দুই ঘণ্টা গান গেয়ে শুনিয়েছেন রাহাত ফতেহ আলী খান। এদিকে রুনা লায়লা সম্পর্কে রাহাত ফতেহ আলী খান তাঁর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেছেন, ‘রুনা লায়লাজি হচ্ছেন অসাধারণ একজন কিংবদন্তি। বাংলাদেশ এবং পাকিস্তান—দুই দেশে তাঁর তুমুল জনপ্রিয়তা আছে। আমি তাঁকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আমাদের অগ্রজ। আমি রুনা লায়লাজির সুরে একটি বাংলা গান গেয়েছি, রাজা কাশিফের সংগীতায়োজনে। আর বাংলা যে উচ্চারণ তা রুনা লায়লাজি আমাকে শিখিয়েছেন। ঠিক করে দিয়েছেন। এসব আমার জীবনের সুন্দর অনুভূতি।’

এর আগে রুনা লায়লার সুরে বাংলা গানে কণ্ঠ দিতে পেরে রাহাত ফতেহ আলী খান বলেছিলেন, ‘রুনা লায়লাজির মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরে আমি গর্ববোধ করছি।’ ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামে এ গানটি ‘রুনা লায়লা ফিচারিং লেজেন্ডস ফরএভার’ অ্যালবামের জন্য তৈরি হয়। সিটি ব্যাংক ও প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়।