বাবার সাথে বড়শিতে মাছ ধরতে গিয়ে উখিয়ার সোনার পাড়ার রেজুখালে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম ফরহাম (১৫)। সে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং স্থানীয় আব্দুল হালিমের ছেলে।
নিখোঁজ ফরহামের চাচা আব্দুল হামিদ খান জানান,শনিবার (২৫ অক্টোবর) বিকেল তিনটার দিকে তাঁর বাবা আব্দুল হালিমের সঙ্গে সখের বসে রেজুখালে বড়শিতে মাছ ধরতে যান ফরহাম। এ সময় হঠাৎ নৌকা থেকে পড়ে যায় সে। মুহূর্তেই খালের স্রোতে ভেসে যায় ফাহাম।ত স্থানীয়রা সাথে সাথে তার খোঁজ শুরু করেও পায়নি তাকে।
পরে উখিয়া ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার
রাত ১০ টার দিকেও নিখোঁজ কিশোরের পরিবারের সাথে কথা বলে জানা যায়, রেজুখালের বিভিন্ন পয়েন্টে তার খোঁজ করছে স্বজন এবং স্থানীয় বাসিন্দারা।কাঠের নৌকা এবং টর্চ লাইট নিয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে এখনো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা।
শামীমুল ইসলাম ফয়সাল 




















