সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি,অনিয়ম-দুর্নীতি,দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য,সম্ভাবনা ও প্রত্যাশার কথা উঠে আসে।
প্রেসক্লাবের ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটি সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি মাধ্যম বলে মন্তব্য করছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
সোমবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে সুগন্ধা হল রুমে আয়োজিত চকরিয়া প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম ওমর আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন,প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক, বিশেষ আলোচক ছিলেন,উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী,বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আব্দুল কাদের প্রাইমসহ অন্যানরা।
ইফতারের পূর্বে দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।মোনাজাত পরিচালনা করেন চকরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা শিবলী নোমান।
এসময় চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উল হক,চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আল- আমিন বিশ্বাস, চকরিয়া থানার অপারেশন কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মুহাম্মদ মানিক, চিরিংগা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু,পদস্থ সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতা,সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।