উখিয়ার পালংখালী প্রিমিয়ার লীগ ফুটবলের শিরোপা জিতেছে হিতৈষী প্রাণোচ্ছল হীরা সংঘ।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে পালংখালী খেলার মাঠে আয়োজিত ফাইনালে ট্রাইবেকারে (৪-২) মোহাম্মদ শাহ একাদশকে পরাজিত করে দলটি।
খেলা শেষে প্রধান অতিথি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমেদ চৌধুরী ও প্রধান মেহমান ব্যারিস্টার সাফফাত ফারদিন চৌধুরী জয়ী ও রানার্সআপ দল সহ অন্যান্য পুরস্কার তুলে দেন।
আয়োজক কমিটির মোহাম্মদ কামরুল ইসলাম জানান, মাসব্যাপী এই টূর্ণামেন্টে ১২ টি দল অংশ নেয়।