তারণ্য উৎসব-২৫ উদযাপন উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় টেকনাফ উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এসময় তিনি বলেন, “তারণ্য উৎসব দেশের যুবসমাজকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তারণ্য উৎসব-২৫ এর আয়োজনটি টেকনাফে উপজেলাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।