টেকনাফের মানবিক সেচ্ছাসেবী সংগঠন নাফ বন্ধুত্বের সংগঠন ‘টেন স্টার’ এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) টেকনাফ পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়। পরে এক আলোচনা সভায় মিলিত হয়।
টেন স্টারের সদস্য মনজুর আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে টেন স্টারের প্রতিষ্ঠা মোহাম্মদ শহিদুল্লাহ’র সভাপতিত্বে অন্যতম সদস্য মোঃ ইউনুছ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আরাফাত সানি, টেন স্টারের সদস্য এমরান হোসেন সুমন, মোহাম্মদ আমিন, নুরুল বশর, মোঃ আনাস, মোঃ ইসমাইল।
বক্তারা বলেন, সীমান্তের জনপ্রিয় একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন টেন স্টার, আগামীতে মানবিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থেকে মানবতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশ্বে দিনদিন মানবতা ব্যহত হচ্ছে, আমাদের উচিত যান্ত্রিক জীবনের পাশাপাশি অবসর সময়ে নিজেকে মানবিক ও স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত রাখতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন টিটিএনের নিজস্ব প্রতিবেদক নোমান অরুপ, আজকালের খবরের টেকনাফ প্রতিনিধি ফারুকুর রহমান, মোঃ রাসেল, নুরহান, জাবেদ প্রমুখ।