অমর একুশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর জেলা শাখা।
শুক্রবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে
মহান ভাষা শহীদদের স্মরণে কবিতা ,গান , নৃত্য ও কথামালার আয়োজন করা হয়।
জেলা খেলাঘর সভাপতি সুবিমল পাল পান্নার সভাপত্বিতে ও জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় খেলাঘরের সদস্য উৎপলা বড়ুয়া।
ছাড়াও নব সৃজনী খেলাঘর আসরের সভাপতি মৃনাল বড়ুয়া ,সিমুনিয়া খেলাঘর আসরের সভাপতি বুলবুল-ই-জান্নাত, সাগরিকা খেলাঘর আসরের সভাপতি আবু তাহের কুতুবি সহ অনেকে।
এসময় বক্তারা বলেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী একটি গর্বের দিন এবং এই দিনেই বাংলা মায়ের দামাল ছেলেরা প্রাণ দিয়েছিলেন ভাষার জন্য। পৃথিবীতে জাতি হিসেবে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি।
কথামালা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ঝিনুকমালা খেলাঘর আসর , সিমুনিয়া খেলাঘর আসর , সাগরিকা খেলাঘর আসর, পাহাড়ি ফুল খেলাঘর আসর।