জাতীয় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালরয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভায় বিয়াম ফাউন্ডেশনের পরিচালক মো: লুৎফর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্তি জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ, বিএনপি জেলা সভাপতি সাবেক হুইপ শাজাহান চৌধুরী বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃংখলাবাহিনী,রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় গণহত্যা দিবস উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চ সুবিধাজনক সময়ে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় স্মৃতিচারণ ও আলোচনা সভা,গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ ২৫ মার্চ প্রতীকী ব্লাক আউট এবং ২৬ মার্চ জাতীয় পতাকা উত্তোলন,আলোকসজ্জা,তোপধ্বনি সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবকবক অর্পনসহ দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়।
এ ছাড়া কর্মসূচিগুলো বাস্তবায়নে বিভিন্ন কমিটি গঠন করা হয়।