বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান করেছেন। যোগদানকালে তিনি বলেন, গণমাধ্যমকে মুক্তভাবে কথা বলার সুযোগ দিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতাই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। গণমাধ্যমকে কোনোভাবেই বৈষম্যের শিকার হতে দেওয়া যাবে না। তিনি আরও
বলেন, ‘গণমাধ্যমের সামগ্রিক উন্নয়নের এখনই সময়। এতদিন গণমাধ্যমের অগ্রগতিতে বাধা সৃষ্টি করা হয়েছে। বর্তমান সরকারকে গণমাধ্যম বান্ধব হতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার দিকে নজর দিতে সরকারের প্রধান উপদেষ্টা ড. মো: ইউনূসসহ সব উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। কক্সবাজার সংবাদ পর্যটন জেলা কক্সবাজার থেকে প্রকাশিত নিয়মিত দৈনিক। যার সম্পাদক হলেন সাংবাদিক আমান উল্লাহ।
এদিকে ড. সুকোমল বড়ুয়া দৈনিক কক্সবাজার সংবাদের উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান করায় আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সংস্থাটির সভাপতি মং এ খেন।