“ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কক্সবাজার জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।
কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে দুপুর ২ টায় শুরু হবে সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র সাবেক কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী এবং ছদর, দ্বীনি সংগঠন, কক্সবাজার জেলার আলহাজ্ব বদিউল আলম।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন। সম্মেলনে কক্সবাজারের সকল ছাত্রসমাজকে সবান্ধবে আমন্ত্রন জানিয়েছে সংগঠনটি।