ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যরাতে চকরিয়ার সড়কে বিক্ষোভ নি’ষি’দ্ধ ছাত্রলীগের, খবর ছড়ালো ফেসবুকে! সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল এখন আমাদের লড়াই করতে হবে ‘ট্যাবলেটের’ বিরুদ্ধে- হাসনাত হাসপাতালে অসুস্থ জামায়াত আমির’কে দেখতে গেলেন মির্জা ফখরুল গণতান্ত্রিক শক্তির লড়াইয়ে আরামে আছেন দিল্লিওয়ালা: সালাহউদ্দিন আহমদ ‘সালাহউদ্দিন উঁচু্মানের নেতা, কটুক্তি’র সাহসদাতাদের মূল উৎপাটন করা হবে’ এনসিপি নেতা পাটোয়ারীকে গ্রেফতারের দাবী পেকুয়া বিএনপির ‘লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা কোন পদক্ষেপ নিলে এনসিপিই দায়ী’ সেনাবাহিনীর স্টিকারে রাজনৈতিক দলকে পরিবহন সহায়তা দেওয়া ‘সঠিক নয়’: আইএসপিআর লীগের ‘সেইম’ পরিণতির জন্য বিএনপিকে অপেক্ষা করতে বললেন এনসিপি নেতা মাসুদ! পাটোয়ারীর রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য খতিয়ে দেখা দরকার- সাবেক এমপি কাজল কারো নাম ধরেননি নাসীর, প্রতিবাদের ভাষা প্রত্যেকের রাজনৈতিক অধিকার’- বললেন এনসিপির সুজা “জুলাই জুলাই করিস না, জুলাই কারো বাপের না” বিএনপির তোপের মুখে ঈদগাঁও-চকরিয়ায় সমাবেশ করেনি এনসিপি গোপালগঞ্জে নতুন মামলা, চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬

কক্সবাজারে ১১ যুব সংগঠন যৌথভাবে উদযাপন করল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

কক্সবাজারের ১১টি যুব সংগঠনের উদ্যোগে যৌথভাবে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে শহরের হোটেল বিচ ভিউ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয়। এরপর প্রতিটি অংশগ্রহণকারী সংগঠন তাদের লক্ষ্য, কার্যক্রম এবং অবদানের ওপর উপস্থাপনা প্রদান করে।

যেখানে মূল আলোচনার সেশন পরিচালনা করেন স্থপতি এবং আগা খান পুরস্কার বিজয়ী রিজভী হাসান টেকসই ডিজাইন এবং সৃজনশীল সমাধান নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা এস এম সাদেক, যুবদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহিত করার বিষয়ে বক্তব্য দেন। সেশন “ভিশন ফর কক্সবাজার ২০২৫” শীর্ষক গ্রুপ ইনসাইট সেশনে, মডারেটর মাকসুদুল হক কক্সবাজারের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দলগতকাজ পরিচালনা করেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অশীষ চন্দ্র পাল, ইউএনএইচসিআর লিয়াজোঁ অফিসার, ইকতারউদ্দিন মোঃ বায়েজিদ, আইএলও-আইএসইসি প্রকল্পের জাতীয় পরামর্শক মোঃ মুশফিকুর রহমান, জাতীয় নাগরিক কমিটির সদস্য এস এম সুজাউদ্দিন।

অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকা যুব নেতা মুহাম্মদ মোহিউদ্দিন, হাসনা হুরাইন চৌধুরী, কাজী মিজানুর রহমান এবং ইব্রাহিম খলিল-কে সম্মাননা প্রদান করা হয়। জিমরান মোহাম্মদ সায়েক, যিনি বাংলাদেশকে COP-এ প্রতিনিধিত্ব করেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে তার কাজের জন্য সম্মানিত হন।

এই অনুষ্ঠানটি স্বেচ্ছাসেবীদের অবদানের স্বীকৃতি, যুবদের অনুপ্রাণিত করা এবং একত্রে কাজ করার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার বার্তা প্রদান করেছে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সেচ্ছাসেবী সংগঠন: এমবোল্ডেন বাংলাদেশ, বেটার টুগেদার বিডি, আস্থা ফাউন্ডেশন, সিএইচআরডিএফ, এইচটিএফ, এসএসডি ইয়ুথ ফাউন্ডেশন, স্পন্দন বাংলাদেশ, দিবা স্বপ্নচারী, ইউনিটি পাওয়ার ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, জেওয়াইডিএ, টপার প্ল্যাটফর্ম।

মধ্যরাতে চকরিয়ার সড়কে বিক্ষোভ নি’ষি’দ্ধ ছাত্রলীগের, খবর ছড়ালো ফেসবুকে!

This will close in 6 seconds

কক্সবাজারে ১১ যুব সংগঠন যৌথভাবে উদযাপন করল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

আপডেট সময় : ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের ১১টি যুব সংগঠনের উদ্যোগে যৌথভাবে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে শহরের হোটেল বিচ ভিউ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয়। এরপর প্রতিটি অংশগ্রহণকারী সংগঠন তাদের লক্ষ্য, কার্যক্রম এবং অবদানের ওপর উপস্থাপনা প্রদান করে।

যেখানে মূল আলোচনার সেশন পরিচালনা করেন স্থপতি এবং আগা খান পুরস্কার বিজয়ী রিজভী হাসান টেকসই ডিজাইন এবং সৃজনশীল সমাধান নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা এস এম সাদেক, যুবদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহিত করার বিষয়ে বক্তব্য দেন। সেশন “ভিশন ফর কক্সবাজার ২০২৫” শীর্ষক গ্রুপ ইনসাইট সেশনে, মডারেটর মাকসুদুল হক কক্সবাজারের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দলগতকাজ পরিচালনা করেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অশীষ চন্দ্র পাল, ইউএনএইচসিআর লিয়াজোঁ অফিসার, ইকতারউদ্দিন মোঃ বায়েজিদ, আইএলও-আইএসইসি প্রকল্পের জাতীয় পরামর্শক মোঃ মুশফিকুর রহমান, জাতীয় নাগরিক কমিটির সদস্য এস এম সুজাউদ্দিন।

অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকা যুব নেতা মুহাম্মদ মোহিউদ্দিন, হাসনা হুরাইন চৌধুরী, কাজী মিজানুর রহমান এবং ইব্রাহিম খলিল-কে সম্মাননা প্রদান করা হয়। জিমরান মোহাম্মদ সায়েক, যিনি বাংলাদেশকে COP-এ প্রতিনিধিত্ব করেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে তার কাজের জন্য সম্মানিত হন।

এই অনুষ্ঠানটি স্বেচ্ছাসেবীদের অবদানের স্বীকৃতি, যুবদের অনুপ্রাণিত করা এবং একত্রে কাজ করার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার বার্তা প্রদান করেছে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সেচ্ছাসেবী সংগঠন: এমবোল্ডেন বাংলাদেশ, বেটার টুগেদার বিডি, আস্থা ফাউন্ডেশন, সিএইচআরডিএফ, এইচটিএফ, এসএসডি ইয়ুথ ফাউন্ডেশন, স্পন্দন বাংলাদেশ, দিবা স্বপ্নচারী, ইউনিটি পাওয়ার ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, জেওয়াইডিএ, টপার প্ল্যাটফর্ম।