কক্সবাজারের ১১টি যুব সংগঠনের উদ্যোগে যৌথভাবে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে শহরের হোটেল বিচ ভিউ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয়। এরপর প্রতিটি অংশগ্রহণকারী সংগঠন তাদের লক্ষ্য, কার্যক্রম এবং অবদানের ওপর উপস্থাপনা প্রদান করে।
যেখানে মূল আলোচনার সেশন পরিচালনা করেন স্থপতি এবং আগা খান পুরস্কার বিজয়ী রিজভী হাসান টেকসই ডিজাইন এবং সৃজনশীল সমাধান নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা এস এম সাদেক, যুবদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহিত করার বিষয়ে বক্তব্য দেন। সেশন “ভিশন ফর কক্সবাজার ২০২৫” শীর্ষক গ্রুপ ইনসাইট সেশনে, মডারেটর মাকসুদুল হক কক্সবাজারের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দলগতকাজ পরিচালনা করেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অশীষ চন্দ্র পাল, ইউএনএইচসিআর লিয়াজোঁ অফিসার, ইকতারউদ্দিন মোঃ বায়েজিদ, আইএলও-আইএসইসি প্রকল্পের জাতীয় পরামর্শক মোঃ মুশফিকুর রহমান, জাতীয় নাগরিক কমিটির সদস্য এস এম সুজাউদ্দিন।
অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকা যুব নেতা মুহাম্মদ মোহিউদ্দিন, হাসনা হুরাইন চৌধুরী, কাজী মিজানুর রহমান এবং ইব্রাহিম খলিল-কে সম্মাননা প্রদান করা হয়। জিমরান মোহাম্মদ সায়েক, যিনি বাংলাদেশকে COP-এ প্রতিনিধিত্ব করেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে তার কাজের জন্য সম্মানিত হন।
এই অনুষ্ঠানটি স্বেচ্ছাসেবীদের অবদানের স্বীকৃতি, যুবদের অনুপ্রাণিত করা এবং একত্রে কাজ করার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার বার্তা প্রদান করেছে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সেচ্ছাসেবী সংগঠন: এমবোল্ডেন বাংলাদেশ, বেটার টুগেদার বিডি, আস্থা ফাউন্ডেশন, সিএইচআরডিএফ, এইচটিএফ, এসএসডি ইয়ুথ ফাউন্ডেশন, স্পন্দন বাংলাদেশ, দিবা স্বপ্নচারী, ইউনিটি পাওয়ার ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, জেওয়াইডিএ, টপার প্ল্যাটফর্ম।