সারা দেশের ন্যায় রামুতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা।
রবিবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। এ উপলক্ষ্যে র্যালী বের করা হয়। র্যালী শেষে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন,রামুতে ভূমি সংক্রান্ত মানুষের মাঝে দ্বন্দ্ব বেশী। তাই ভূমি সেবাকে সহজ করতে সচেতনামূলক এ মেলা। ভূমি সংক্রান্ত কাজে অন্য কোন মাধ্যমে না গিয়ে সরাসরি ভূমি অফিসে গিয়ে সেবা নেয়ার আহ্বান জানান তিনি৷
সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল জানান, ভূমি মেলা মানুষের মাঝে সচেতনত সৃষ্টি করে। এ মেলার মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত নানাবিধ সেবা দেয়া হবে। উপজেলার ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে দৈনিক গণশুনানির ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অধিদপ্তরের এক্সটেনশনাল অফিসার সুশান্ত দেবনাথ, গর্জনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কাশেম, মাহবুবুর রহমান, সার্ভেয়ার, হীরা পাল,প্রধান সহকারী, আজিজুল হক,নাজির, কফিল উদ্দিন, সায়রাত সহকারী, সানজিদা আফরিন, সাংবাদিক,ভূমি সেবাগ্রহীতাগণসহ অন্যান্যরা। মেলার এবারের প্রতিপাদ্য ছিল, “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”। ৩ দিন ব্যাপী “ভূমি মেলা” শেষ হবে আগামী ২৭ মে।