ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী নেতৃত্বকে জাতির গৌরব বললেন লুৎফুর রহমান কাজল কুতুবদিয়া প্রেসক্লাবের সভায় বক্তারা: ‎কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই ‎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আস্থা গড়ার বদলে চাপ সৃষ্টি করেছে বাংলাদেশ চৌফলদন্ডীর আমজাদ হত্যার আসামী ছৈয়দ নুর গ্রেফতার সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটে জাতিসংঘের দ্বৈত ন্যারেটিভ: কেন এই দ্বন্দ্ব? উখিয়া হাসপাতালের ২ টন ময়লা অপসারণ করলো বিডি ক্লিন টিম মাতারবাড়িতে শ্রমিক দলের সভাপতি মামুনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মধ্যরাতে ইডেন গার্ডেনের ‘ছাদ থেকে পড়ে’ যুবকের মৃত্যু! বাঁকখালী নদীর তীরে পুনঃদখল উচ্ছেদে প্রশাসনের ফের অভিযান টেকনাফে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ নাফ নদীতে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রায়োন্ডা’ উন্মোচন ৩৯ জন নারী শিশু আটকে ছিলো পাহাড়ে! রাজা কংসনারায়ণের দূর্গা পূজা ও সমাজের ঐক্য ডিসেম্বরে সাকিব আল হাসানকে নিয়ে দেশে ফিরছেন সেফুদা!

ইফতারের পর ক্লান্ত লাগে? দূর করবেন যেভাবে

রমজানে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর ইফতারে শরীর পুনরায় শক্তি ফিরে পেতে শুরু করে। তবে অনেকেরই দেখা যায়, ইফতারের পর ক্লান্তবোধ করেন, ঘুম ঘুম ভাব অনুভব করেন, শরীর দুর্বল মনে করেন এবং রীতিমত এ থেকে বেড়িয়ে আসতে লড়াই করে। কিন্তু কেন এমন হয় তা অনেকেরই অজানা।

তাই চলুন জেনে নেওয়া যাক এর কারণগুলো ও কীভাবে এর থেকে রেহাই পাওয়া যায় তা সম্পর্কে।

ইফতারের পর ক্লান্তবোধ ‍ও ঘুম ঘুম ভাব হওয়ার কারণ

দীর্ঘ সময় পর খাবার খাওয়ার পর কিছুটা ক্লান্তি অনুভব করা স্বাভাবিক এবং এতে উদ্বেগের কিছু নেই। পুষ্টিবিদদের মতে, ইফতারের পর শরীর আরাম অনুভব করে এবং অলসতা বেড়ে যাওয়ার মূল কারণ অন্ত্রের হজম প্রক্রিয়া। ইফতারের সময় একসঙ্গে অনেক খাবার খেয়ে ফেললে আমাদের হজমের গতি দ্রুত বেড়ে যায়। তাই মস্তিষ্ক অন্ত্রের দিকে বেশি পরিমাণে রক্ত সরবরাহ করে, যাতে হজম প্রক্রিয়াটি সহজ হয়। ফলে শরীরের অন্যান্য অংশ, বিশেষ করে মস্তিষ্কে রক্তপ্রবাহ কিছুটা কমে যায়। এ কারণেই ইফতারের পর আমরা ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্ন অনুভব করি।

এ থেকে পরিত্রাণের উপায়

একসঙ্গে অনেক খাবার না খাওয়া

ইফতারের সময় আমাদের সামনে নানা পদের খাবার তৈরি থাকে। সেখান থেকে একটু একটু করে খেলেও পেট ভরে যায় দ্রুত। এই যে একবারে অনেকগুলো খাবার খেয়ে নেওয়া, সারাদিন রোজা থাকার পর ক্লান্তি লাগার এটি একটি বড় কারণ। আপনি ক্ষুধার্ত ঠিক আছে, তবে পেটকেও সময় দিতে হবে হজম করতে। তাই একসঙ্গে সব খাবার না খেয়ে সময় নিয়ে অল্প অল্প করে খান। কিছুক্ষণ পর পর খান।

পানিশূন্যতা দূর করা

সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই আমাদের দেহে পানিশূন্যতা দেখা দেয়। ইফতারে ডুবোতেলে ভাজা আর বিভিন্ন মসলাদার খাবার খাওয়া হয়। ফলস্বরূপ পানির ঘাটতি পূরণ হয় না। ইফতারের পর শরীরে প্রচুর পানির দরকার হয়। তাই বিভিন্ন ফল, ফলের রস, শরবত, ডাবের পানি ইত্যাদি খেতে হবে।

এককাপ চা কিংবা কফি পান

রোজায় চা কিংবা কফি পানের অভ্যাস বাদ দেন অনেকে। তবে ইফতারের পর ক্লান্তি কাটানোর জন্য এককাপ চা কিংবা কফি পান করা যেতে পারে। কারণ এ ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন আপনাকে ভেতর থেকে সতেজ রাখতে কাজ করে। তবে এই চা কিংবা কফি যেন খুব কড়া না হয় সেদিকে খেয়াল রাখবেন। সেইসঙ্গে রমজানে এককাপের বেশি পান না করাই ভালো।

কিছুক্ষণ হাঁটাহাঁটি করা

ইফতারের পরপরই শুয়ে-বসে থাকা উচিত নয়। বরং স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। আমাদের শরীর আমাদের মনের কথা শুনে চলে। তাই নিজেকে ক্লান্ত ভাববেন না। বরং ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে শরীরের ক্লান্তি দূর হবে সহজেই।

নামাজ পড়া

ইফতারের শুরুতে অল্প খাবার যেমন- একটি খেজুর ও একগ্লাস পানি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নিন। এতে নামাজ সময়মতো আদায় হয়ে যাবে এবং ততক্ষণে আপনার পেটও খাবার হজমের জন্য তৈরি হবে। নামাজ শেষ করে ইফতারের বাকি খাবারগুলো ধীরে ধীরে খাবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারী নেতৃত্বকে জাতির গৌরব বললেন লুৎফুর রহমান কাজল

This will close in 6 seconds

ইফতারের পর ক্লান্ত লাগে? দূর করবেন যেভাবে

আপডেট সময় : ০৬:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

রমজানে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর ইফতারে শরীর পুনরায় শক্তি ফিরে পেতে শুরু করে। তবে অনেকেরই দেখা যায়, ইফতারের পর ক্লান্তবোধ করেন, ঘুম ঘুম ভাব অনুভব করেন, শরীর দুর্বল মনে করেন এবং রীতিমত এ থেকে বেড়িয়ে আসতে লড়াই করে। কিন্তু কেন এমন হয় তা অনেকেরই অজানা।

তাই চলুন জেনে নেওয়া যাক এর কারণগুলো ও কীভাবে এর থেকে রেহাই পাওয়া যায় তা সম্পর্কে।

ইফতারের পর ক্লান্তবোধ ‍ও ঘুম ঘুম ভাব হওয়ার কারণ

দীর্ঘ সময় পর খাবার খাওয়ার পর কিছুটা ক্লান্তি অনুভব করা স্বাভাবিক এবং এতে উদ্বেগের কিছু নেই। পুষ্টিবিদদের মতে, ইফতারের পর শরীর আরাম অনুভব করে এবং অলসতা বেড়ে যাওয়ার মূল কারণ অন্ত্রের হজম প্রক্রিয়া। ইফতারের সময় একসঙ্গে অনেক খাবার খেয়ে ফেললে আমাদের হজমের গতি দ্রুত বেড়ে যায়। তাই মস্তিষ্ক অন্ত্রের দিকে বেশি পরিমাণে রক্ত সরবরাহ করে, যাতে হজম প্রক্রিয়াটি সহজ হয়। ফলে শরীরের অন্যান্য অংশ, বিশেষ করে মস্তিষ্কে রক্তপ্রবাহ কিছুটা কমে যায়। এ কারণেই ইফতারের পর আমরা ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্ন অনুভব করি।

এ থেকে পরিত্রাণের উপায়

একসঙ্গে অনেক খাবার না খাওয়া

ইফতারের সময় আমাদের সামনে নানা পদের খাবার তৈরি থাকে। সেখান থেকে একটু একটু করে খেলেও পেট ভরে যায় দ্রুত। এই যে একবারে অনেকগুলো খাবার খেয়ে নেওয়া, সারাদিন রোজা থাকার পর ক্লান্তি লাগার এটি একটি বড় কারণ। আপনি ক্ষুধার্ত ঠিক আছে, তবে পেটকেও সময় দিতে হবে হজম করতে। তাই একসঙ্গে সব খাবার না খেয়ে সময় নিয়ে অল্প অল্প করে খান। কিছুক্ষণ পর পর খান।

পানিশূন্যতা দূর করা

সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই আমাদের দেহে পানিশূন্যতা দেখা দেয়। ইফতারে ডুবোতেলে ভাজা আর বিভিন্ন মসলাদার খাবার খাওয়া হয়। ফলস্বরূপ পানির ঘাটতি পূরণ হয় না। ইফতারের পর শরীরে প্রচুর পানির দরকার হয়। তাই বিভিন্ন ফল, ফলের রস, শরবত, ডাবের পানি ইত্যাদি খেতে হবে।

এককাপ চা কিংবা কফি পান

রোজায় চা কিংবা কফি পানের অভ্যাস বাদ দেন অনেকে। তবে ইফতারের পর ক্লান্তি কাটানোর জন্য এককাপ চা কিংবা কফি পান করা যেতে পারে। কারণ এ ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন আপনাকে ভেতর থেকে সতেজ রাখতে কাজ করে। তবে এই চা কিংবা কফি যেন খুব কড়া না হয় সেদিকে খেয়াল রাখবেন। সেইসঙ্গে রমজানে এককাপের বেশি পান না করাই ভালো।

কিছুক্ষণ হাঁটাহাঁটি করা

ইফতারের পরপরই শুয়ে-বসে থাকা উচিত নয়। বরং স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। আমাদের শরীর আমাদের মনের কথা শুনে চলে। তাই নিজেকে ক্লান্ত ভাববেন না। বরং ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে শরীরের ক্লান্তি দূর হবে সহজেই।

নামাজ পড়া

ইফতারের শুরুতে অল্প খাবার যেমন- একটি খেজুর ও একগ্লাস পানি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নিন। এতে নামাজ সময়মতো আদায় হয়ে যাবে এবং ততক্ষণে আপনার পেটও খাবার হজমের জন্য তৈরি হবে। নামাজ শেষ করে ইফতারের বাকি খাবারগুলো ধীরে ধীরে খাবেন।