কুতুবদিয়ায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে বাংলাদেশ নৌবাহিনী। সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় এই অভিযান পরিচালিত হয় বলে জানান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোররাতে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১টি এক নলা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ এলাকাগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল এবং অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।