চকরিয়া পেকুয়া সমিতির ঢাকার মিলনমেলা ও নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকার মতিঝিলের অফিসার্স ক্লাবে এই মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, দল-মত নির্বিশেষে দেশ প্রেমিক সকল নাগরিককে দেশ বিরোধী ষড়যন্ত্রে রুখে দিতে এগিয়ে আসতে হবে।
মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আই বি এল এর সাবেক এমডি আলহাজ্ব মোঃ জাফর আলম। এডভোকেট ফখরুদ্দিন,ঢাকাস্থ সভাপতি চকরিয়া পেকুয়া সমিতির সভাপতি এডভোকেট ফখরুদ্দিন। মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর সিরাজুল হক, এনএসআই জয়েন্ট ডিরেক্টর আজিজুল হক, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আব্দুর রাজ্জাক, সংগঠনের অর্থ সম্পাদক এম বাবলু হাসান চৌধুরী সহ চকরিয়া-পেকুয়ার সরকারি বেসরকারি কর্মরত উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।