মঙ্গলবার (২১জানুয়ারি) মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদের মেম্বার পোস্ট এলাকা। এই পথ দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর আসে বিজিবির কাছে। এরপর পৃথক দুটি দল অভিযান চালায় সেখানে। এক পর্যায়ে নদের তীরে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেন। এসময় কয়েকটি বস্তা ফেলে ওই ব্যক্তিরা নদ সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারিদের বিভিন্ন স্থানে ফেলে যাওয়া পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় চার লাখ ৫০ হাজার ইয়াবা।
বুধবার (২২ জানুয়ারি) এমন তথ্য জানিয়ে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযানের এ পরিস্থিতিতে পাচারকারিদের আরও কয়েকজন আলিখালের দিকে যেতে দেখে বিজিবির সদস্যরা ধাওয়া দেয়। পরে লোকগুলো নদী সাঁতরে খরেরদ্বীপ হয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়।
উদ্ধার করা মাদকের চালান পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।