কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্ট ও বিজনেস ক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার টেকনাফের মেরিন ড্রাইভের বিভিন্ন যায়গা পরিদর্শনের মধ্যে দিয়ে
জাঁকজমকপূর্ণভাবে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।
দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল, ক্রিকেট, দৌড় প্রতিযোগিতা ও রাফেল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ব্যবসায় অনুষদ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রাজিদুল হক। ব্যবসায় প্রসাশন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আদিতা বড়ুয়া, প্রভাষক তাওসীফ আহমেদ, প্রভাষক ফারহা সিদ্দিকি সহ অর্ধশতাধিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন টেকনাফে ছড়িয়ে আছে অপার বিস্ময় আর সৌন্দর্য। কেবল সেই সৌন্দর্যের টানেই আমরা এবারের বনভোজনটা টেকনাফে করেছি।