হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি থাকা কক্সবাজার-০৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। শনিবার তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে সহিদুজ্জামানের স্বজনেরা জানিয়েছেন,এনজিওগ্রাম রিপোর্টে হৃদযন্ত্রের বড় কোনো সমস্যা ধরা পড়েনি। তবে অধিক পর্যবেক্ষণের জন্যে তাঁকে আরো ৩/৪ দিন হাসপাতালে ভর্তি রাখা হবে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের রামুর বাইপাস এলাকায় একটি সেমিনারে বক্তব্যকালে হৃদরোগে আক্রান্ত হন ৬৭ বছর বয়সী সাবেক এই সংসদ সদস্য।
রামু স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যা ৭ টায় বিমানযোগে ঢাকায় নিয়ে যাওয়া এবং ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
দুই বছর আগে তাঁর হার্টে একটি রিং পরানো হয় বলে জানা গেছে।
পারিবারের পক্ষ থেকে সহিদুজ্জামানের সুস্থতার জন্যে জেলাবাসীর দোয়া কামনা করা হয়েছে।