বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন নারিসবনীয়া এলাকায় এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ নাশকতার সরঞ্জামসহ মো. নুর ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (৩১ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, স্থানীয় শীর্ষ সন্ত্রাসীদের দমন ও নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই ঝটিকা অভিযান চালানো হয়।অভিযানে ঘটনাস্থল থেকে
১টি দেশীয় বন্দুক,৩টি দেশীয় ধারালো অস্ত্র,৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত নুর ইসলাম এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসমূহ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বান্দরবান ও কক্সবাজার সীমান্ত সংলগ্ন গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক। 






















