পরিচ্ছন্ন ও বাসযোগ্য উখিয়া গড়ার লক্ষ্যে -“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” স্লোগানে বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে নবম পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল থেকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত থেকে আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদান করেন উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ইনচার্জ এ্যানি পাল এবং স্টোর কিপার মোহাম্মদ রহিম উল্লাহ।
এ বিষয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ইনচার্জ এ্যানি পাল বলেন,“উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক সরকারি প্রতিষ্ঠান। এখানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের জন্য অত্যন্ত জরুরি। বিডি ক্লিন উখিয়া টিমের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে তাদের এ প্রয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
অভিযানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন কক্সবাজার জেলা সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা। পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিডি ক্লিনের বিভিন্ন টিমের সদস্যরা অংশগ্রহণ করে।
পরিচ্ছন্ন অভিযানের সার্বিক নেতৃত্বে ছিলেন মিজানুর রহমান আদিল ও সুরুত আলম। আইটি দায়িত্ব পালন করেন মোবারক সিকদার, লজিস্টিক দায়িত্বে ছিলেন মামুন এবং কমিউনিকেশন দায়িত্বে ছিলেন মুস্তফা শাকের রিয়াদ। বিডি ক্লিন উখিয়া টিমের নারী ও পুরুষ সকল স্বেচ্ছাসেবক সদস্যরা শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অভিযান চলাকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের পেছনের আশপাশ এলাকা থেকে আনুমানিক ১৮০ থেকে ২০০ কেজি বর্জ্য অপসারণ করা হয়। অপসারিত বর্জ্যের মধ্যে ছিল প্লাস্টিক ব্যাগ, ভাঙা কাচ, বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী, ব্যবহৃত টিস্যু, পচনশীল ও অপচনশীল বর্জ্য।
এ বিষয়ে বিডি ক্লিন উখিয়া টিমের লিডার ওমর ফারুক বলেন,“পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। আমরা চাই উখিয়াকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সচেতন উপজেলা হিসেবে গড়ে তুলতে। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। ভবিষ্যতেও বিডি ক্লিন উখিয়া টিম এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে।”
নিজস্ব প্রতিবেদক: 























