হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরেই ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী।
বুধবার (২৮ জানুয়ারী) বিকেলে মগনামা ফুলতলা স্টেশনে পৌছালে তাকে স্বাগত জানাতে আসে শতশত উৎসুক জনতা। সেখানে আয়োজিত এক পথসভায় যোগ দিয়ে ধানের শীষের বিজয়ের জন্যে সবার কাছে ভোট চাইলেন তিনি।
৫ই আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ঘটলে সারাদেশে কয়েক হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিলো৷ সেই সাথে বিভিন্ন মামলা জনিত কারণেও চেয়ারম্যান পদ হারাতে হয়েছে ইউনুস চৌধুরীকে৷ সেই থেকে পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হয়। দীর্ঘ ১৫মাস পর অবশেষে হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পান ইউনুস চৌধুরী।
পদে ফিরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউনুস চৌধুরী বলেন,নানা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে দীর্ঘ ১৫ মাস চেয়ারম্যান পদ থেকে সরিয়ে রাখা হয়েছিলো। অবশেষে আমি ন্যায় বিচার পেয়েছি। মগনামার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদকে ভোট দিয়ে জয়যুক্ত করারও আহবান জানান তিনি।
রেজাউল করিম, পেকুয়া। 





















