নির্বাচনকালীন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বুধবার টেকনাফ সফর করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মইনুল হাসান।
এসময় তিনি টেকনাফের বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
একই সময়ে টেকনাফ পৌর শহরে ফুট পেট্রোলিং করেন নৌবাহিনীর সদস্যরা।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার।
এসময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য বাংলাদেশ নৌবাহিনী বদ্ধ পরিকর।
একটি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে যেকোনো পরিস্থিতিতে অর্পিত দায়িত্ব পালনে নৌবাহিনী প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নৌ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি এবং যেকোন পরিস্থিতি মোকাবিলায় বহুমুখী অনুশীলন করানো হয়েছে। ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে পেশাদার ও আইনসম্মতভাবে দায়িত্ব পালনের নৌ সদস্যদের বিশেষ গুরুত্ব প্রদানের নির্দেশনা দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক: 




















