দেশ ও জনগণের কল্যাণে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। ক্ষমতায় গেলে দুর্নীতি, অনিয়ম ও জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা, ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমীর ও উখিয়া-টেকনাফ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
অধ্যক্ষ আনোয়ারী বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কারো প্রতি অন্যায় করব না।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক নুরুল হোসাইন সিদ্দিকী। তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থেকে সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।আমরা সকলে আনোয়ারী মতো ভাল মানুষকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো ইনশাল্লাহ।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন-টেকনাফ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিক উল্লাহ। তিনি বলেন, টেকনাফবাসী পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম একটি আদর্শিক দল হচ্ছে জামায়াতে ইসলামী।
সভায় বক্তব্য রাখেন-টেকনাফ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌরসভার সাবেক (ভারপ্রাপ্ত) মেয়র মোহাম্মদ ইসমাঈল, খেলাফত মজলিস টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, সাবরাং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহ মোঃ জুবাইর।
বক্তারা সবাই অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনগণের সমর্থন কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি: 




















